ভিপি নুর বহিরাগতদের নিয়ে ডাকসুতে কেন, প্রশ্ন তথ্যমন্ত্রীর
২৪ ডিসেম্বর ২০১৯ ০৪:৩০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ০১:৫৮
ঢাকা: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ‘ডাকসু’র হামলার ঘটনাকে অগ্রহণযোগ্য,অনভিপ্রেত ও নিন্দনীয় হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন, বহিরাগতদের ডাকসু ভবনে নিয়ে যাওয়াতেই এ ঘটনা ঘটেছে।
ড. হাছান বলেন, ‘ভিপি নূর ডাকসু ভবনে বহিরাগতদের নিয়ে কেন হাজির হয়েছিলেন এবং এ ধরনের ঘটনা ঘটানোর জন্য কোনো ইন্ধন ছিল কি-না, তা দেখতে হবে।’
তথ্যমন্ত্রী সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ‘ডাকসু ভবনে’ রোববারের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভিপি নূরসহ কয়েকজনের আহত হওয়া সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন,‘আমরা কখনোই এ ধরনের হামলাকে সমর্থন করি না। হামলার পরপরই আমাদের দলের দুজন নেতা সেখানে গিয়েছিলেন। এছাড়াও দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দল এবং সরকারের পক্ষ থেকে আজ সোমবার এ বিষয়ে কথা বলেছেন। তিনিও (কাদের) বলেছেন, আমরা এ ধরণের ঘটনাকে কখনোই সমর্থন করি না।’
তথ্যমন্ত্রী এ সময় কয়েকটি প্রশ্ন উত্থাপন করে বলেন, ‘ডাকসু’র ভিপি নূর কেন বহিরাগতদের নিয়ে ডাকসু ভবনে গেলেন? এতজন বহিরাগতদের নিয়ে সেখানে যাওয়ার কি প্রয়োজনীয়তা ছিল?’
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে এবং আছে। রাজনৈতিকভাবে সরকারকে মোকাবিলায় ব্যর্থ হয়ে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ এবং যারা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চায়, তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ধরণের ঘটনা ঘটানো হয়েছে কি না এবং এ ঘটনার ক্ষেত্রে কোনো উস্কানি ছিল কি না, তা-ও দেখতে হবে। কারণ অতীতেও আমরা দেখেছি ডাকসু’র ভিপি নূর এ ধরণের ঘটনার মাধ্যমে আলোচনায় থাকতে চান।’
তথ্যমন্ত্রী বলেন,‘ভারতের বিষয় নিয়ে আন্দোলন করার চেষ্টা এবং বহিরাগতদের নিয়ে সেখানে উপস্থিত হওয়া এগুলো ঘটানোর জন্য ইন্ধন কি-না তা খতিয়ে দেখার প্রয়োজন আছে। তবে যাই হোক, যে ঘটনা ঘটেছে, তা কখনই গ্রহণযোগ্য নয়। অবশ্যই এর তদন্ত হবে।’
টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যমন্ত্রী ভিপি নুর হাছান মাহমুদ হামলা