নওগাঁয় পুনাক তাঁতশিল্প ও বাণিজ্যমেলার উদ্বোধন
২৪ ডিসেম্বর ২০১৯ ০২:৩০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ০১:১৬
নওগাঁ: জেলা শহরে মাসব্যাপী পুনাক তাঁত শিল্প ও বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তারের স্ত্রী জীবুন নাহার।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্স মাঠে বেনারসী গ্লোবাল ইভেন্টস এর সহযোগিতায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নওগাঁ এই মেলার আয়োজন করে। পরে মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নওগাঁর সভানেত্রী ও নওগাঁ পুলিশ সুপারের সহধর্মিণী মনোয়ারা বেগমের সভাপতিত্বে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, নওগাঁর জেলা প্রশাসকের সহধর্মিণী তাহমিনা শারমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নওগাঁর সহ-সভানেত্রী জান্নাতুল ফেরদৌসসহ অন্যরা বক্তব্য রাখেন।
মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীর শতাধিক স্টল বসেছে। পাশাপাশি শিশুদের জন্য আলাদা মিনি পার্কের ব্যবস্থা রয়েছে।