Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন পর্যবেক্ষকদের আবেদনের নির্দেশ


২৪ ডিসেম্বর ২০১৯ ০০:৩০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ০০:০৩

ঢাকা : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিভিন্ন পর্যবেক্ষক সংস্থাকে ৩১ শে ডিসেম্বরের মধ্যে অবেদন করতে হবে। এই সময়ের মধ্যে কোনো সংস্থা আবেদন না করলে তারা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন না।

সোমবার (২৩ ডিসেম্বর) ইসি পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ইসরাইল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০১৭ এর ৭ এর (ক)ধারা মতে, নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাকে কোন নির্বাচনী এলাকা বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখ করে ইসি সচিব বরাবর আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২২ ডিসেম্বর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ফলে তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পযন্ত স্থানীয় পর্যবেক্ষক মোতায়েনের জন্য আবেদন করা যাবে। তবেক নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না।

উল্লেথ্য গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর দক্ষিণ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই সবগুলো কেন্দ্রে ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে। দুই সিটি নির্বাচনে ভোট গ্রহণের সময় সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত।

দুই সিটির বর্তমান মেয়ররা এই নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীরা ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।

বিজ্ঞাপন

ঢাকা উত্তর সিটি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন কমিশন সিটি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর