Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনসিডিল নিয়ে প্রাথমিকের শিক্ষক ফের আটক, এবার সাময়িক বরখাস্ত


২৩ ডিসেম্বর ২০১৯ ২২:৫৮

মেহেরপুর: ফেনসিডিল নিয়ে আটক হওয়ায় কুলবাড়ীয়া শহীদ হারেজ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু আব্দুল্লাহ মিলনকে (৪০) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর সোমবার (২৩ ডিসেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ দেয়। ওই আদেশে গত ১৫ ডিসেম্বর থেকে মিলন সাময়িক বরাখাস্ত বিবেচিত হবেন বলে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. ফজলে রহমান সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আবু আব্দুল্লাহ মিলনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে। তিনি মুক্তিযোদ্ধা ও পল্লী চিকিৎসক আব্দুল বাকীর ছেলে।

গত ১৪ ডিসেম্বর বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল দেবীপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে মিলনকে আটক করে। এসময় তার কাছে ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

ডিবি জানায়, ফেনসিডিলগুলো মিলন বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন। এই অভিযোগে গাংনী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারা এবং ১৪(গ)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলা নম্বর: ১৩/২৮২।

সূত্র জানিয়েছে, এর আগেও ২০১৮ সালের ২৪ ডিসেম্বর রাতে মিলন মাদকসহ আটক হয়েছিলেন। সেই সময় তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা এখনো চলছে।

ফেনসিডিল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর