খুলনায় পিকআপ খাদে পড়ে এক সেনাসদস্যের মৃত্যু
২৩ ডিসেম্বর ২০১৯ ১৯:১৭
ঢাকা: খুলনার ডুমুরিয়ায় সেনাবাহিনীর একটি পিকআপ রাস্তার পাশের খাদে পড়ে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।
রাশেদুল আলম খান জানান, আহত সেনাসদস্যদের যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।