Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে পিকআপ উল্টে চালক ও সহকারীর মৃত্যু


২৩ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৪

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে মালবাহী একটি পিকআপ ভ্যান উল্টে এর চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নন্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপ চালক রুবেল ও তার সহকারীর নাম কুদরত। তারা দুজনেই খুলনা জেলার বাসিন্দা।

এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, বাড়ি নির্মাণ সামগ্রী বোঝাই করা পিকআপটি নন্দপাড়া এলাকায় পৌঁছলে এর একটি চাকা ছিদ্র হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিসহ খাদে পড়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপর তিনজনের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

পিকআপ উল্টে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর