ঝাড়খণ্ডে মুক্তিমোর্চা-কংগ্রেস-আরজিডি জোটের কাছে ধরাশায়ী বিজেপি
২৩ ডিসেম্বর ২০১৯ ১৭:০০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১৭:১১
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ভারতের সংসদে পাস হওয়ার পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অগ্নিপরীক্ষা ছিল ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। পাঁচ দফায় ভোট গ্রহণ শেষে সোমবার (২৩ ডিসেম্বর) ওই নির্বাচনের ফলাফল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)- ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি)- রাষ্ট্রীয় জনতা দল (আরজিডি) জোটের কাছে ধরাশায়ী হয়েছে ক্ষমতাসীন বিজেপি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। সর্বশেষ তথ্যানুসারে ফলাফল দাঁড়িয়েছে –
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)- ২৩
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)- ২৮
ইণ্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি)- ১৩
রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-৪
অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ)-৪
অন্যান্য দল ও স্বতন্ত্র-৭
এদিকে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা রঘুবর দাস তাদের দলের এই পরাজয় মেনে নিতে পারছেন না। তিনি বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘ঝাড়খণ্ডে আমরা শুধু জিতবই না, আমাদের দলের নেতৃত্বে ঝাড়খণ্ডে সরকারও গঠিত হবে।’
৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ডের বিধান সভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪১টি আসন। বিজেপি এর আগে এখানে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়লেও এবারের নির্বাচনে তাদের এককভাবে লড়তে হয়েছে।
অপরদিকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) ও রাষ্ট্রীয় জনতা দল (আরজিডি) মিলে ৪৭টি আসন অর্জন করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন- ঝাড়খণ্ডে বিজেপিকে কামড়ে ধরেছে কংগ্রেস-মুক্তি মোর্চা
প্রসঙ্গত, ২০০০ সালের পর থেকে ঝাড়খণ্ডের প্রাদেশিক সরকারে বিজেপি এবং মুক্তি মোর্চা অদলবদল করে ক্ষমতায় এসেছে। সর্বশেষ ২০১৪ সালের নির্বাচনে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করলেও সর্বশেষ ২০১৯ সালের নির্বাচনে জিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন কংগ্রেস ও আরজিডি সরকার গঠন করতে যাচ্ছে।