বেসিক ব্যাংকের বেতন কাঠামো বাতিল, আসছে সোনালী-অগ্রণীর কাঠামোয়
২৩ ডিসেম্বর ২০১৯ ১৫:৫২ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৯
ঢাকা: বিশেষায়িত বেসিক ব্যাংকের স্বতন্ত্র বেতন-কাঠামো বাতিল করে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের অনুরূপ বেতন কাঠামো নির্ধারণ করা হচ্ছে। গত ১১ ডিসেম্বর ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) রাত ৮টায় ব্যাংকটির মানবসম্পদ বিভাগের মহ্যব্যবস্থাপক আহমেদ হোসেন স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এতে বলা হয়েছে, বেসিক ব্যাংকের বেতন কাঠামো হবে রাষ্ট্রীয় ব্যাংকের অনুরূপ।
এ ব্যাপারে সোমবার (২৩ ডিসেম্বর) বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্বতন্ত্র বেতনকাঠামোতে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। ব্যাংকটি বড় ধরনের লোকসানে থাকার কারণে বিদ্যমান কাঠামোতে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তাই বেসিক ব্যাংকের বর্ধিত বেতন কাঠামো বাতিল করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখন থেকে বেসিক ব্যাংকের বেতন কাঠামো হবে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের অনুরুপ। তবে কোনো কর্মকর্তা কত টাকা বেতন পাবেন তা ফিক্সেশন করার পর জানা যাবে। তবে ইতোমধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর করা হয়েছে।’
অন্যদিকে বেসিক ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, ‘রোববার রাত ৮টায় ব্যাংকটির মানবসম্পদ বিভাগের মহ্যব্যবস্থাপক আহমেদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বেসিক ব্যাংকের বেতন কাঠামো হবে রাষ্ট্রীয় ব্যাংকের অনুরূপ। তিনি আরও বলেন, ‘এই আদেশের ফলে বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন আগের চেয়ে কমে যাবে।’
এদিকে বেসিক ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামো বাতিল সংক্রান্ত একটি চিঠি ব্যাংকের সব শাখায় পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বেসিক ব্যাংক গত সাত বছর ধরে অব্যাহত লোকসানে থাকায় ২০১৩ সালের প্রবর্তিত ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধাদি বাতিল করা হলো। এই সিদ্ধান্ত রোববার (২২ ডিসেম্বর) থেকে কার্যকর হল।
চিঠিতে আরও বলা হয়েছে, গত সাত বছর ধরে লোকসানে থাকায় স্বতন্ত্র বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এখন থেকে বেসিক ব্যাংকের কর্মকর্তারা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক জারিকৃত ‘চাকরি (ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান) (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫’-এর অনুরূপ কাঠামো অনুযায়ী বেতন পাবেন।