Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় নদীর অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু


২৩ ডিসেম্বর ২০১৯ ১৫:৫০

নেত্রকোনা: নেত্রকোনা পৌরশহরের মগড়া নদীর অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) জেলা প্রশাসন, জেলা পানি উন্নয়ন বোর্ড ও সদর উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান শুরু করে।

সোমবার দুপুরে শহরের সতপাই-গাইনপাড়া এলাকা থেকে দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় অনেককেই দেখা যায় তারা নিজেরাই তাদের দখলে থাকা নদী তীরের স্থাপনা সরিয়ে নিচ্ছেন।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানান, তাদের তালিকায় ৩১৬ জন দখলদারের নাম রয়েছে। এবার উচ্ছেদ অভিযান জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

সরকারি আমলা বা নেতৃবৃন্দসহ দখলদাররা যত প্রভাবশালীই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবেনা বলে মন্তব্য করেন তিনি।

উচ্ছেদ অভিযান নেত্রকোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর