Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় শুরু হয়েছে নদী ও খাল উদ্ধার অভিযান


২৩ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৪ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৬

ভোলা: ভোলায় নদী, খাল ও জলাশয়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘুইংগারহাট খালের দুই পাশ থেকে অবৈধ দখল উচ্ছেদ শুরু করে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন।

এসময় খালের দুই পাশ থেকে ২৫টি ছোট-বড় পাকা ও আধপাকা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। পানি উন্নয়ন বোর্ড-এর অফিস সূত্রে জানা যায়, ঘুইংগারহাট খালটি ঘুইংগার বিল থেকে শুরু করে জাঙ্গালিয়া নদীতে গিয়ে মিশেছে। এর দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। এর প্রায় ২৫০ মিটার যায়গা দখলে চলে গেছে। খালটির দুই পারে পাকা ও আধপাকা প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যার ফলে এ খালটির পুরোপুরি পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে করে এলাকার কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গত ১০ বছর আগেও এ খালটি দিয়ে নৌকা ও ট্রলার চলাচল করতো। কিন্তু অবৈধ দখলদারদের কবলে পড়ে এ খালটি বর্তমানে মৃতপ্রায়।

বিজ্ঞাপন

ভোলা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার জানান, গত এক বছর আগে ঘুইংগারহাট খালের অবৈধ দখলদারকে তাদের স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। গত তিন মাস আগেও তাদের সতর্ক করা হয়েছে। সবশেষ গত এক সপ্তাহ আগেও তাদেরকে খালের উপর থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। কিন্তু তারা কেউ কেউ সরিয়ে নিলেও বেশিরভাগ স্থাপনা সরানো হয়নি। তাই আজকে আমরা পানি উন্নয়ন বোর্ডের সচিবের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করি।

তিনি জানান, পর্যায়ক্রমে ভোলার সকল খাল-ও জলাশয়কে অবৈধ দখলদারদের দখল থেকে মুক্ত করা হবে।

ভোলা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর