Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে ওআইসি’র উদ্বেগ


২৩ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৬

ভারতের বিতর্কিত সংশধিত নাগরিকত্ব আইন (সিএএ), অযোদ্ধার বাবরি মসজিদ মামলায় দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের স্বার্থহানি হয়েছে। এমন অভিযোগ তুলে ভারতের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে দ্য অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশনের (ওআইসি) সাধারণ পরিষদ। রোববার (২২ ডিসেম্বর) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সাধারণ পরিষদের এক অধিবেশনে এ ব্যাপারে উদ্বেগ জানানো হয়। খবর দ্য নিউজ।

ওআইসি সাধারন পরিষদের অধিবেশনে আরও জানানো হয়, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের চার্টারের মাধ্যমে প্রত্যেকটি দেশে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষিত করেছে। তার বিপরিতে ভারতের এমন আচরন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

ওআইসির ওই বৈঠক থেকে আরও জানানো হয়েছে, ভারতের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংগঠনটি। তারা ভারতের কর্তৃপক্ষের প্রতি উদার্ত আহবান জানিয়েছেন যেন, অবিলম্বে ভারতে মুসলিমদের ওপুর অত্যাচার বন্ধ করা হয় এবং ভারতে মুসলিমদের পবিত্র স্থানগুলো যেনো সংরক্ষণ করা হয়।

উদ্বেগ দ্য অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর