ইমেইল ফাঁস, ইউক্রেনে সাহায্য স্থগিত করেছিল হোয়াইট হাউজ
২৩ ডিসেম্বর ২০১৯ ১১:১২ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১৩:১২
চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির ফোনে কথোপকথনের ৯১ মিনিট পরই ইউক্রেনে মার্কিন সাহায্য স্থগিত করেছিল হোয়াইট হাউজ কর্তৃপক্ষ। নতুন করে ফাঁস হাওয়া একটি সরকারি ইমেইলের মাধ্যমে এই তথ্য জানা যাচ্ছে। সোমবার (২৩ ডিসেম্বর) এ খবর জানিয়েছে বিবিসি।
আদালতের আদেশে সেন্টার ফর পাবলিক ইন্টিগ্রিটি নামের একটি সংস্থার নিয়ন্ত্রণে থাকা ওই ইমেইলে বলা হয়েছে, হোয়াইট হাউজের একজন উর্ধ্বতন কর্মকর্তা মাইক ডুফে শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের সাথে ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের ব্যাপারে আলোচনা করেছিলেন ২৫ জুলাই। দুই প্রেসিডেন্টের মধ্যে কথোপকথনের দেড় ঘন্টার মধ্যেই এই আলোচনা হয়েছিল। ওই ইমেইলে মাইক ডুফে প্রতিরক্ষা বিভাগকেও বলেছিলেন ইউক্রেনে সামরিক সাহায্য স্থগিত করে দিতে এবং এ সংক্রান্ত প্রশাসনিক পরিকল্পনা পুনর্বিবেচনা করতে।
ওই ইমেইলে আরও বলা হয়, যেহেতু এই সিদ্ধান্তটি অত্যন্ত গোপনীয়। তাই প্রত্যাশা করা যায় যে, যত কম সংখ্যক লোকের সাথে এই আলোচনা করা যায় ততই ভালো।
তবে, রোববার (২২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও বাজেট বিভাগের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, ওই ইমেইলের সাথে প্রেসিডেন্টের ফোনকলের কোনো সম্পর্ক নেই। জুলাইয়ের ১৮ তারিখে এক জরুরি সভার সিদ্ধান্ত অনুসারে ইউক্রেনে সাহায্য স্থগিতের ব্যাপারে কর্মকর্তাদের মধ্যে ইমেইল চালাচালি হয়েছিল। এখন সেইসব ইমেইল ফাঁস করে ভুলভাবে ব্যাখা করা হচ্ছে।
প্রসঙ্গত, নির্বাহী ক্ষমতার অপব্যবহার করে ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোনকলের মাধ্যমে নিজের রাজনৈতিক প্রতিপক্ষ জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনকে দমনের উদ্দেশ্যে হুমকি দেন ট্রাম্প। অন্যথায় ইউক্রেনে সামরিক সাহায্য স্থগিত করার কথাও বলেন তিনি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের একজন হুইসেল ব্লোয়ার ওই ফোনকল ফাঁস করার পর প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে তার ওই অভিশংসন সিনেট ট্রায়ালে উঠেছে। এখানেও প্রতিনিধি পরিষদের সিদ্ধান্ত বহাল থাকলে চূড়ান্তভাবে অভিসংশিত হবেন তিনি। যদিও সেই সম্ভাবনা নেই বললেই চলে। তার মধ্যেই নতুন করে ফাঁস হওয়া ইমেইলের কারণে ঘটনা নতুন কোনো দিকে মোড় নেয় কি না, তাই দেখার বিষয়।
ইউক্রেন ডোনাল্ড ট্রাম্প ভ্লদিমির জেলেনস্কি সেন্টার ফর পাবলিক ইন্টিগ্রিটি