Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝাড়খণ্ডে বিজেপিকে কামড়ে ধরেছে কংগ্রেস-মুক্তি মোর্চা


২৩ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১২:৪৩

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ভারতের সংসদে পাস হওয়ার পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অগ্নিপরীক্ষা ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। সোমবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরের মধ্যেই চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। ৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় ৪১ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হবে। এখন পর্যন্ত পাওয়া ভোটের হিসাবে –

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) – ২৫ আসন,

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) – ২৩ আসন

ইণ্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) – ১৩ আসন

প্রজাতান্ত্রিক ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (জেভিএমপি) – ৩ আসন

অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ) – ৩ আসন

রাষ্ট্রীয় জনতা দল ( আরজেডি) – ২ আসন

এর আগে, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে পাঁচ দফায় ভোট গ্রহণ হয়েছিল। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুসারে বিজেপি সরকার যে আর ঝাড়খণ্ডে আসছে না সে বিষয়টি মোটামুটি নিশ্চিত। বিজেপিকে কামড়ে ধরেছে কংগ্রেস ও মুক্তি মোর্চা। তাদের সম্মিলিত আসন সংখ্যা ৩৬। আরও ৫ আসনের জন্য তাদেরকে ছোট অন্তত আরও দুইটি দলের সাথে কোয়ালিশন করে সরকার গঠন করতে হবে।

প্রসঙ্গত, ঝাড়খণ্ড নির্বাচনে একাই লড়ছে বিজেপি। তাদের দলের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ কোন্দল। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের সাথে জোট ভেঙে যাওয়ার জন্য বিজেপির ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী রঘুবরকে দায়ী করেছেন স্থানীয়রা। ইতোমধ্যেই রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র বিধানসভা কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির হাতছাড়া হয়েছে।

ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) ঝাড়খণ্ড ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ভারত ভারতীয় জনতা পার্টি (বিজেপি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর