Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে সংসদ সদস্যকে হত্যার হুমকি


২৩ ডিসেম্বর ২০১৯ ০৬:৪৪

রাজশাহী: রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। রোববার রাতে এমপির পক্ষে তার পার্টির মহানগর সম্পাদকমন্ডলির সদস্য মনির উদ্দিন পান্না এ বিষয়ে বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন।

তিনি বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। এখন অভিযোগ তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

অভিযোগের বরাত দিয়ে ওসি বলেন, রোববার সকাল থেকে মহানগরীর পবা নতুনপাড়া এলাকার গাংপাড়া খালের দুই পাশের বাড়ি-ঘর ও স্থাপনা উচ্ছেদ শুরু করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। মাত্র তিন দিনের নোটিশে এই শীতের মধ্যে ঘর-বাড়ি উচ্ছেদ করায় সেখানে যান সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। মানবিক কারণে উচ্ছেদ না করার জন্য তিনি সুপারিশ করেন।

পরে উচ্ছেদের শিকার এলাকাবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে সেখানে অবস্থান নেন বাদশা। অবস্থানকালে দুপুর ১টা ৪ মিনিটে সাম্যবাদী দলের বহিষ্কৃত নেতা মাসুদ রানা ০১৯৩৯৪৭২৮৫১ নম্বরের মোবাইল থেকে বাদশাকে ফোন করে তাকে গাংপাড়া থেকে সরে যেতে বলেন। তা না হলে সংসদ সদস্যসহ বস্তিবাসীর সমস্যা হবে। এমনকি না সরলে ‘প্রাণ থাকবে না’ বলেও হুমকি দেন মাসুদ রানা বলে উল্লেখ করা হয়।

ওয়ার্কার্স পার্টি ফজলে হোসেন বাদশা রাজশাহী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর