Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহীদ পরিবারের বাড়ি দখল, ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা


২২ ডিসেম্বর ২০১৯ ১৭:৫৬

ঢাকা: রাজধানীর নবাবপুরে সরকারিভাবে বরাদ্দকৃত শহীদ পরিবারের নামে তিনতলা বাড়ি দখলকারী দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২২ ডিসেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- রাজধানীর নবাবপুর রোডের বাসিন্দা শেখ মো. জাবেদ উদ্দিন ও মিরাজ মো. জাকির উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে তপন কুমার বসাকের নাম ব্যবহার করে জাল দলিল ও রেকর্ডপত্র তৈরি করেছেন। এরপর বিভিন্ন সরকারি দফতরে সেগুলো দাখিল করে শহীদ পরিবারের অনুকূলে সরকারিভাবে লিজকৃত ঢাকা শহরের নবাবপুরের (রোড নং-২২১) জমি অবৈধভাবে দখল করেন। পরবর্তী সময় জমির ওপর অবস্থিত তিনতলা ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের বেইজমেন্ট স্থাপন করেন আসামিরা।

এই অপরাধের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে।

দুদক বাড়ি দখল মামলা শহীদ পরিবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর