ধর্ম অবমাননায় পাকিস্তানে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যুদণ্ড
২২ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ১৬:১৬
ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে পাকিস্তানে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জুনায়েদ হাফিজ (৩৩) নামের ওই শিক্ষক মুলতানের বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটিতে (বিজেডইউ) পড়াতেন।
শনিবার (২১ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়। মুলতানের সেন্ট্রাল জেলে এক আদালত জুনায়েদ হাফিজকে এই শাস্তি দেন।
পাকিস্তানে ধর্ম অবমাননা গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়। জুনায়েদ হাফিজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি হযরত মুহম্মদ (সা.) সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে অসম্মানসূচক মন্তব্য করেছেন। ২০১৩ সালের মার্চে তাকে গ্রেফতার করা হয়েছিল।
হাফিজ কারাগারেও রোষানলের শিকার হন। অন্য আসামিরা তার ওপর চড়াও হলে তাকে আলাদা করে রাখা হয়। ২০১৪ সালে গুলি করে হত্যা করা হয় হাফিজের আইনজীবী রাশিদ রেহমানকে। হাফিজকে আইনি সাহায্য দেওয়ায় তাকে এই পরিণতি বরণ করতে হয়।
হাফিজ দেশে ফেরার পূর্বে যুক্তরাষ্ট্রে আমেরিকান সাহিত্য, ফটোগ্রাফি ও থিয়েটার নিয়ে পড়াশোনা করেছিলেন। তার বর্তমান আইন পরামর্শক জানিয়েছেন, এই রায় দুঃখজনক। তারা আপিল করবেন।