Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৯৯ এ ফোন, ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করল পুলিশ


২২ ডিসেম্বর ২০১৯ ১৪:৫০ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ১৭:১৭

ঢাকা: ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ এ কল পেয়ে ধর্ষণের শিকার এক কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে কুমিল্লা থানা পুলিশ। এ সময় পুলিশ ছয় ব্যক্তিকে আটক করে।

ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার রোববার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশের এ কর্মকর্তা জানান, কুমিল্লার শশীদল রেল স্টেশন এলাকা থেকে ২১ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে একজন প্রত্যক্ষদর্শী ৯৯৯ এ কল করেন। তিনি জানান, রেল স্টেশনের পাশের ধানক্ষেতে একটি মেয়েকে কয়েকজন লোক ধরে নিয়ে গণধর্ষণ করছে। তিনি ভিকটিমের চিৎকার ও কান্নাকাটির আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে ৯৯৯ এর পক্ষ থেকে বিষয়টি ব্রাহ্মণপাড়ার ডিউটি অফিসারকে জানানো হয়।

সংবাদ পেয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা দেয়। পুলিশের দলটি অভিযান চালিয়ে ১৭ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়। আটক হওয়াদের মধ্যে তিনজনকে ধর্ষণের শিকার কিশোরী শনাক্ত করতে পেরেছেন।

আটকেরা হলেন লাবু (৪০), নাসির আহমেদ (৪২), নজরুল ইসলাম (৩৮), কাওছার (৪২), সাদ্দাম (৩০) এবং জমির হোসেন (৩৫)।

ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা আইনি ব্যবস্থা নেবে।

৯৯৯ ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর