Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের সাথে শীঘ্রই বাণিজ্য চুক্তি: ডোনাল্ড ট্রাম্প


২২ ডিসেম্বর ২০১৯ ১১:৩৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র চীনের সাথে তাদের প্রথম ধাপের বাণিজ্য চুক্তি সম্পাদন করতে যাচ্ছে। শনিবার (২১ ডিসেম্বর) ফ্লোরিডায় অনুষ্ঠিত টার্নিং পয়েন্ট ইউএসএ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। খবর রয়টার্স।

ওই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছে। অচিরেই চীনের সাথে এই চুক্তি সম্পাদিত হবে।

বিজ্ঞাপন

এর আগে, বিশ্বের এ দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের ভেতর এই প্রথমদফা বাণিজ্য চুক্তি চলতি মাসেই ঘোষণা করা হয়। এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কৃষিপণ্য কেনার বিনিময়ে চীনা পণ্যের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করবে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মুচিন গত সপ্তাহে জানিয়েছিলেন, জানুয়ারির শুরুতেই এই চুক্তি সম্পাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চুক্তিটির অনুবাদ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এখন প্রায়োগিক বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

কৃষিপণ্য চীন ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর