Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে হবে’


২১ ডিসেম্বর ২০১৯ ২২:৩১ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ০০:১৯

ঢাকা: নব নির্বাচিত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের কাছে আমাদের বিশ্বাসযোগ্যতা যেমন ধরে রাখতে পারছি, সেটা যেন যেন অব্যাহত থাকে- সেভাবেই সব নেতাকর্মীকে কাজ করতে হবে।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসবভন গণভবনে নেতাদের সঙ্গে সম্মেলন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় দলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘আমাদের সজাগ থাকতে হবে, কেউ যেন এমন কিছু না করে যার জন্য পার্টির বদনাম হয়, সরকারের বদনাম বা দেশের বদনাম হয়।’

প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে নেতাদের উদ্দেশে বলেন, ‘আমরা প্রচুর উন্নয়ন কাজ করে যাচ্ছি; সেটা যেন যার যার এলাকায় ভালো মতো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আমাদের যে অভিযানটা সেটা অব্যাহত থাকবে।’

এ সময় সংগঠনের সুনাম ও ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।

  • আরও পড়ুন:

টপ নিউজ প্রধানমন্ত্রী বিশ্বাসযোগ্যতা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর