Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শক্তিশালী হাসিনা সরকারের জন্য শক্তিশালী আওয়ামী লীগ অপরিহার্য’


২১ ডিসেম্বর ২০১৯ ২০:৫৩

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের মধ্যে দলকে গুলিয়ে ফেলা যাবে না। দল যদি শক্তিশালী না হয়, সরকার কোনদিনও শক্তিশালী হবে না। শক্তিশালী শেখ হাসিনা সরকারের জন্য শক্তিশালী আওয়ামী লীগের সংগঠন অপরিহার্য।

শনিবার (২১ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্ত্বরে ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদকের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপনের সময় তিনি একথা বলেন। কাউন্সিল অধিবেশনে দ্বিতীয় পর্বে আগামী তিনবছরের জন্য ফের দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, ‘দলকে কলহ-কোন্দল মুক্ত করতে হবে। কিছু কিছু জায়গায় মাঝে মাঝে বিশৃঙ্খলা হয়। বিশৃঙ্খলা বন্ধ করতে হবে। অপকর্মীকারীদের আওয়ামী লীগে প্রবেশ নিষিদ্ধ করতে হবে। আমাদের হাজার হাজার, লক্ষ লক্ষ কর্মী। বিতর্কিত লোকের আমাদের কোনো প্রয়োজন নেই। শীতের অতিথি পাখিরা সুসময়ে আসবে; দুঃসময়ে তারা থাকবে না। সেই মৌসুমী অতিথি পাখির দরকার নেই।’

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘যারা মাদক ব্যবসা করে, লুটপাট করে, জমি দখল করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। এই অ্যাকশন শুধু ঢাকায় নয়, সারাবাংলায় চলবে। কেউ যদি মনে করেন স্থিমিত গেছে, সেটা ভুল। অপকর্ম যারা করে, তারা নজরদারিতে আছে। কখন কে জালে ধরা পড়বে, অপেক্ষা করুন।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে আওয়ামী লীগের কর্মীদের বাঁচাতে হবে। অসচ্চল অসুস্থ কর্মীদের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশের উন্নয়নকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অপরিহার্য। আর কোনো বিকল্প নেই।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের শক্তিশালী সাধারণ সম্পাদক হাসিনা সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর