বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
২১ ডিসেম্বর ২০১৯ ১৭:০১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ২১:৪৬
ঢাকা: বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
স্কাইপের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, মামলার সর্বশেষ অবস্থা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তীতে দল ও জোটের কর্মসূচি, দলের সাংগঠনিক অবস্থা, চলমান শৈত্যপ্রবাহে দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য দলের পক্ষে করণীয় বিষয়ে আলোচনা হচ্ছে আজকের বৈঠকে।
পদাধিকার বলে খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এই তিনজনের মধ্যে একজন কারাগারে, একজন বিদেশে অবস্থান করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন বৈঠকে।
দেশের বাইরে রয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। শারীরিক অসুস্থতার কারণে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার স্থায়ী কমিটির বৈঠকে আসতে পারেননি। এই রিপোর্ট লেখার সময় পথে ছিলেন ড. মঈন খান।
স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ রয়েছেন ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে। সম্প্রতি ঘোষণা দিয়ে রাজনীতি ছেড়েন স্থায়ী কমিটির আরেক সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।