চুরি-ছিনতাইয়ের মোবাইল ফোন বিক্রি করতে এসে আটক
২১ ডিসেম্বর ২০১৯ ১৬:২৯
চট্টগ্রাম ব্যুরো: ঢাকা ও চট্টগ্রামে চুরি-ছিনতাই হওয়া মোবাইল ফোন সংগ্রহের পর বিক্রি করতে এসে গোয়েন্দা সদস্যদের হাতে ধরা পড়েছে এক যুবক। তার কাছে ৬২টি মোবাইল ফোন পাওয়া গেছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে নগরীর স্টেশন রোড থেকে মো. আরমান (২৮) নামে ওই যুবককে আটক করা হয়। আরমানের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পাহাড়িকা গুচ্ছগ্রামে। তার বাবার নাম নুরুল ইসলাম।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন সারাবাংলাকে বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামে মোবাইল চুরি ও ছিনতাইয়ে সক্রিয় চক্রের সঙ্গে আরমানের যোগাযোগ আছে। আরমান ঢাকা থেকে মোবাইল ফোন সংগ্রহ করে চট্টগ্রামে এবং চট্টগ্রামের মোবাইল ফোন ঢাকায় নিয়ে বিক্রি করতো। চট্টগ্রামে স্টেশন রোডের আশেপাশে ভাসমান দোকানে সে মোবাইল ফোনগুলো বিক্রি করতো। এবার ঢাকা থেকে ফোন নিয়ে চট্টগ্রামে বিক্রি করতে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আটক করেছি।’