সারাকে ‘লাইক’, কারিনাকে বললেন কার্তিক আরিয়ান
২১ ডিসেম্বর ২০১৯ ১৪:৩১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৬
সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে অভিনেত্রী সারা আলী খানকে ‘লাইক’ করবেন বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান। সাইফ আলী খানের দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুর খানকে এমনটাই জানিয়েছেন তিনি। বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই তারকা প্রেম করছেন, মিডিয়া প্রায়ই এমন দাবি করে থাকে। কিন্তু দুজনের কেউই প্রেম করার কথা স্বীকার করেননি কখনো।
কারিনা কাপুরের রেডিও শো, ‘হোয়াট উইমেন ওয়ান্ট’- এর দ্বিতীয় সিজনের সাম্প্রতিক পর্বে ‘আধুনিক সময়ের ডেটিং’ পর্বের অতিথি হিসেবে এসেছিলেন তরুণ প্রজন্মের অভিনেতা কার্তিক আরিয়ান। অনুষ্ঠানের এক পর্যায়ে ফান কুইজ অংশে কারিনা কার্তিকের কাছে জানতে চান, তিন অভিনেত্রী সারা আলী খান, নুসরাত বারুচা এবং কৃতি শ্যাননের মধ্যে কাকে ‘লাইক’, ‘ব্লক’ এবং ‘ফ্রেন্ডজোনড’ করবেন। লাজুক ভঙ্গিতে কার্তিক বলেন, তিনি সারা আলী খানকে লাইক করবেন। আর বাকি দুইজনের মধ্যে কৃতি শ্যাননকে ফ্রেন্ডজোনড এবং নুসরাত বারুচাকে ব্লক করবেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে কারিনা জানতে চান কার্তিক কার সঙ্গে ডেটিং করছেন। কার্তিক বলেন, তিনি কারও সঙ্গেই ডেট করছেন না। বরং মজা করে বলেন, তিনি কার সঙ্গে ডেট করছেন তা মিডিয়ার মাধ্যমে জানতে পারেন। যার সঙ্গেই কফি খেতে যান, তার সঙ্গেই ডেটিং করছেন বলে দেখানো হয় মিডিয়ায়। এমনকি তার মা ও নাকি সকালে সংবাদপত্রে তার ডেটিংয়ের খবর পড়ে শোনান এবং দুজনে মিলে হাসাহাসি করেন।
কারিনা জানতে চান তিনি যেহেতু এখন ডেটিং করছেন না, তবে কী তিনি কোন ডেটিং অ্যাপ-এ আছেন কিনা। জবাবে কার্তিক বলেন তিনি এমন কোন অ্যাপে নাই। কারিনা মজা করে বলেন, কার্তিকের এই মুহুর্তে কোন ডেটিং করার জন্য কোন অ্যাপের প্রয়োজনও নাই।
বিভিন্ন ইন্টারভিউতে সারা আলী খান বেশ কয়েকবার বলেছেন, তার ক্রাশ কার্তিক আরিয়ান। এরপর বিভিন্ন সময়ে দুই তারকাকে একসঙ্গে দেখা গেছে। ইমতিয়াজ আলীর ‘লাভ আজ কালে’র পরের পর্ব ‘আজ কাল’-এ দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে। ২০২০ এর ভালোবাসা দিবসে মুক্তি পাবে এই ছবি। এদিকে আরেক তরুণ অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গেও জোড়া হয় কার্তিক আরিয়ানের নাম।
অন্যদিকে ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া অনন্যা পান্ডে ও ভূমি পেডনেকারের সঙ্গে কার্তিকের সাম্প্রতিক সিনেমা ‘পতি পত্নী ওর ঔ’ দারুণ ব্যবসা করছে। ছয় দিনে একশো কোটি রুপির মাইলফলক অর্জন করে এখনও সমানে চলছে মুদাসসার আজিজ পরিচালিত ১৯৭৮ সালের একই নামের ছবির আধুনিক ভার্সন।
কারিনা কাপুর কার্তিক আরিয়ান কৃতি স্যানন নুসরাত বুরুচা প্রেম বলিউড সারা আলী খান