Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন নেতৃত্বকে জাপার অভিনন্দন


২১ ডিসেম্বর ২০১৯ ১৪:১৯

ঢাকা: আবারও আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের কাউন্সিল অধিবেশনে দলটির শীর্ষ এই দুই নেতার নাম ঘোষণা করা হয়।

এরপরই শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানান জাতীয় পার্টির সভাপতি ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ।

টেলিফোনে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির এই দুই নেতা সারাবাংলাকে বলেন, নবম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে তারা অভিনন্দন জানাচ্ছেন। সেইসঙ্গে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হওয়ায় ওবায়দুল কাদেরকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এই দুই নেতার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা তাদের।

এর আগে, সকাল সাড়ে ১০টায় শুরু হয় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন। শুরুতেই বক্তব্য রাখেন দল ও অধিবেশনের সভাপতি শেখ হাসিনা। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রেখে সাধারণ সম্পাদকদের প্রতিবেদন সভাপতির অনুমতিক্রমে পঠিত বলে গণ্য হয়েছে হিসেবে উপস্থাপন করেন।

আওয়ামী লীগের নতুন কমিটি জাতীয় পার্টি জিএম কাদের মশিউর রহমান রাঙ্গাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর