শেখ হাসিনা-ওবায়দুল কাদেরকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
২১ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৩
ঢাকা: শেখ হাসিনা ও ওবায়দুল কাদের আবারও আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে দ্বিতীয় দিন শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সভাপতি আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম ঘোষণার পর পরই সারাবাংলার সঙ্গে কথা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘যেটা হওয়ার কথা ছিল, সেটাই হয়েছে। আমি পুনঃনির্বাচিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে প্রত্যাশা করছি, তাদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন ঘটবে। আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র চর্চার পথ সুগম হবে।’
এ নিয়ে শেখ হাসিনা টানা নবমবারের মতো দেশের প্রাচীনতম দলটির সভাপতির দায়িত্ব পেলেন। আর ওবায়দুল কাদের টানা দ্বিতীয় মেয়াদে ধরে রাখলেন শেখ হাসিনার রানিং মেটের পদটি।