শাহজালালে ৫ ঘণ্টা বন্ধ ছিল ফ্লাইট ওঠানামা
২১ ডিসেম্বর ২০১৯ ১২:৩৪
ঢাকা: ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৫ ঘণ্টা বন্ধ ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এসএম ওহিদুর রহমান।
তিনি বলেন, শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৩টা ৩৩ মিনিটে গালফ এয়ারের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটটির শনিবার ভোর ৫টা ২৯ মিনিটে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা থাকলেও এটি সকাল ৮টা ৫৮ মিনিটে বিমানবন্দর ত্যাগ করে। অর্থাৎ রাত ৩টা ৩৩ মিনিট থেকে সকাল ৮টা ৫৮ মিনিট পর্যন্ত সব ধরনের ফ্লাইটের ওঠানামা বন্ধ ছিলো। এদিকে সকালে বাংলাদেশ বিমানের বিজি-০৮৭ ফ্লাইটটি অবতরণের কথা থাকলেও সেটি কুয়াশার কারণে কলকাতায় অবতরণ করে। একই কাজ করতে হয়েছে দুটি কার্গো ফ্লাইটকেও।
ওহিদুর আরও বলেন, ইউএস বাংলা এয়ারলাইন্সের দোহা থেকে আসা একটি ফ্লাইট সকাল ৮টা ১৮ মিনিটে শাহজালালে অবতরণ করার কথা থাকলেও সেটি মিয়ানমারে প্রথমে অবতরণ করে। এরপর কুয়াশা কমলে সেটি সকাল ৯টা ২৯ মিনিটে শাহজালালে অবতরণ করে। একইসঙ্গে অভ্যন্তরীণ সকল ফ্লাইট সকাল ৯টার পরে শাহজালাল বিমানবন্দর ছেড়ে গেছে।
ঘন কুয়াশা টপ নিউজ বিমান ওঠানামা বন্ধ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর