Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কংগ্রেসে ভাষণের আমন্ত্রণ গ্রহণ করেছেন ট্রাম্প


২১ ডিসেম্বর ২০১৯ ০৯:০৬

মার্কিন কংগ্রেসে বার্ষিক ভাষণ ‘দ্য স্টেট অব ইউনিয়ন স্পিচ’ দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি। ট্রাম্প প্রস্তাবটি গ্রহণ করেছেন।

শুক্রবার ( ২০ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়।

আগামী ০৪ ফেব্রুয়ারি ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতির উদ্দেশ্যে তুলে ধরবেন। ট্রাম্পকে এমন সময় বক্তৃতার আমন্ত্রণ জানালেন স্পিকার যখন তার বিরুদ্ধে হাউজে অভিশংসন প্রস্তাব পাস হয়েছে। শিগগিরই সিনেটে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে ট্রায়াল অনুষ্ঠিত হবে।

সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ট্রাম্পকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টি বুঝতে পেরে ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসি বলেছেন, সিনেটে কি হবে তা গুরুত্বপূর্ণ নয়। ট্রাম্প চিরদিনের জন্যই অভিশংসিত হলেন।

ট্রাম্পের অভিশংসন ডেমোক্র্যাট নেতৃত্বাধীন হাউজ ও রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটে বিভেদের সীমারেখা স্পষ্ট করেছে। সিনেটে কবে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু হবে তা নিয়ে নিশ্চিত হতে পারেনি দল দুটি।

ন্যান্সি পেলোসি তার চিঠিতে জানিয়েছেন, রাষ্ট্রের বিচার, নির্বাহী ও আইনপরিষদ পরস্পরের কাছে সমানভাবে দায়বদ্ধ। তাই সাংবিধানিক নিয়ম অনুসারে প্রেসিডেন্টকে  ভাষণের আমন্ত্রণ জানানো হচ্ছে।

হোয়াইট হাউজের মুখপাত্র হোগান গিডলি নিশ্চিত করে বলেছেন, ট্রাম্প বক্তৃতার জন্য স্পিকারের ডাকে সম্মতি জানিয়েছেন।

তবে শীর্ষ রিপাবলিকান সিনেটর জন করনাইন মজা করতে ছাড়েননি। তিনি টুইটারে লেখেন, সে (ন্যান্সি পেলোসি) তাহলে তাকে (ট্রাম্পকে) অফিসেই আশা করছে।

বিজ্ঞাপন

টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প ন্যান্সি পেলোসি মার্কিন কংগ্রেস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর