Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার থেকে গাজীপুরে বিস্ফোরক ধ্বংস করবে সেনাবাহিনী


২০ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৮

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকা অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হবে।

আগামী রোববার (২২ ডিসেম্বর) থেকে ২০২০ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। গাজীপুরের শ্রীপুর থানার মাওনার দক্ষিণ বারতোপা এলাকার শিশিরগুড়ি গ্রামে এসব বিস্ফোরক ধ্বংস করা হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের মহাপরিচালকের পক্ষে সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হবে। এ কারণে এই সময়ের মধ্যে দক্ষিণ বারতোপা এলাকার শিশিরগুড়ি গ্রামের চার কিলোমিটারের মধ্যে জনসাধারণ বা কোনো গৃহপালিত প্রাণী চলাচল করতে পারবে না।

তাই ওই সময়ের মধ্যে উক্ত এলাকার চার কিলোমিটারের মধ্যে কেউ যেন চলাচল না করেন সে অনুরোধ করেছে আইএসপিআর।

আইএসপিআর বাংলাদেশ সেনাবাহিনী বিস্ফোরক ধ্বংস

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর