Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিস্তল নিয়ে সম্মেলনে প্রবেশের সময় আটক ১


২০ ডিসেম্বর ২০১৯ ১৭:১১

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলমান আওয়ামী লীগের সম্মেলনে প্রবেশের সময় পিস্তলসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম নুরুল আলম খান রাসেল (৪০)।

পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শেখ মোহাম্মদ শামীম সারাবাংলাকে বলেন, বিকেলে পিস্তল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করার সময় পিস্তলসহ রাসেলকে আটক করে শাহবাগ থানা পুলিশ। তার সঙ্গে ছয় রাউন্ড গুলিও ছিল। বিকেল পৌনে ৪টার দিকে তাকে থানায় নেওয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন যে, সম্মেলনে যোগ দিতে তিনি টাঙ্গাইল থেকে ঢাকায় এসেছেন। টিএসসি এলাকার গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের সময় পুলিশের তল্লাশিতে তার কাছে অস্ত্র ও গুলি পাওয়া যায়। ফলে তাকে আটক করে থানায় নেওয়া হয়। তার অস্ত্রসহ প্রবেশের বিষয়টি যাচাই বাছাই করে দেখা হচ্ছে।

আওয়ামী লীগের সম্মেলন টপ নিউজ পিস্তল নিয়ে প্রবেশ সোহরাওয়ার্দী উদ্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর