২ ঘণ্টার চেষ্টায় নিভেছে নারায়ণগঞ্জে স্পিনিং মিলের আগুন
২০ ডিসেম্বর ২০১৯ ১৬:০৮ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১৬:২১
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঝাউগড়া এলাকায় জাহিন স্পিনিং মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্পিনিং মিলের সুতা তৈরির মেশিন থেকে এই আগুনের সূত্রপাত।
কারখানার শ্রমিকরা জানান, দ্রুত মেশিন থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের তুলার গোডাউনে। দ্রুত কারখানা ও আশপাশের এলাকা ছেড়ে নিরাপদে সরে যান শ্রমিকরা। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টশনের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুনের খবর পেয়ে আড়াইহাজার, মাধবদী ও নারায়ণঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো যায়।
এই কর্মকর্তা বলেন, শ্রমিকদের বক্তব্য অনুযায়ী সুতা উৎপাদনের মেশিনের রোল থেকে আগুনের উৎপত্তি। তবে ঘটনা তদন্ত করে আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।
জাহিন স্পিনিং মিলের ম্যানেজার জহিরুল ইসলাম জানান, তাদের তুলার গোডাউনে প্রায় ১১ কোটি টাকার তুলা ছিল। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না।