Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজের দাম কমলেও সবজির বাজার চড়া


২০ ডিসেম্বর ২০১৯ ১১:৫৮

ঢাকা: বাজারে সরবরাহ বেড়েছে পেঁয়াজের। ফলে অনেকটা নাগালে এসেছে এর দাম। মিশর ও তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। তবে দেশি নতুন মুড়ি কাটা পেঁয়াজের দাম এখনো ১০০ টাকার ওপরে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমনটাই দেখা গেল। পেঁয়াজ ছাড়াও কমেছে ডিমের দাম। তবে শীতের সবজির বাজার চড়া। যদিও বাজারে সবজির সরবরাহ প্রচুর।

সকালে মতিঝিল, খিলগাঁও, আরামবাগসহ বেশ কয়েকটি এলাকার বাজারে গিয়ে দেখা গেছে, আমদানি করা পেঁয়াজের কেজি ৬০ থেকে ৬৫ টাকা। অন্যদিকে সদ্য বাজারে আসা দেশি মুড়ি কাটা নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। গত কিছুদিন বাজারে সরবরাহ বেশি ছিল আমদানি করা পেঁয়াজের। তবে দাম বেশি হলেও এখন সরবরাহ বেশি দেশি পেঁয়াজের। ফলে কমতে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম।

গত মাসে এমনও গেছে যে ২৮০ টাকা পর্যন্ত উঠেছে পেঁয়াজের দাম। তাই এখন দাম কমে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ ক্রেতারা।

এছাড়া বাজারে অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। এর মধ্যে দেশি আদা প্রতি কেজি ১৪০ টাকা, ভারতীয় আদা ১৫০ টাকা, ভারতীয় রসুন ১৫০ টাকা, মসুরের ডাল ১১০ টাকা, মুগ ডাল ১৩০ টাকা। তবে ডিমের দাম কিছুটা কমেছে। শুক্রবার বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়।

রাজধানীর মতিঝিলসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে বেশির ভাগ সবজির দাম এখনো বেশ চড়া। শীতের বড়া মৌসুমে বাজারে প্রচুর সবজির সরবরাহ থাকলেও দাম কমছে না। শুক্রবার বিভিন্ন কাঁচাবাজারে প্রতিটি বড় ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, ছোট ফুলকপি ৩৫ থেকে ৪০ টাকা, ব্রকলি প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা। শিম প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, নতুন আলু প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা।লালশাক, পালং শাক, কলমি শাক প্রতি আটি ১০ থেকে ১৫ টাকা, বেগুন ৬০ টাকা, কাঁচামরিচ ৭০ টাকা, শসা প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, খিরা ৫০ থেকে ৬০ টাকা।

বিজ্ঞাপন

সবজির মধ্যে কেবল পেঁপের কেজি ৩০ টাকা। বাকি সব সবজির কেজি ৫০ টাকার  ওপরে।

সবজি দাম বৃদ্ধি প্রসঙ্গে মতিঝিল কাঁচা বাজারের সবজি বিক্রেতা কালাম বলেন, ‘বাজারে সবজির প্রচুর সরবরাহ থাকলে কি হবে। আমরা নিজেরাই কোন সবজি পাইকারি বাজার থেকেই ৪০ টাকা কেজির নিচে কিনতে পারছি না। এর সাথে রয়েছে পরিবহন খরচ। সব কিছু মিলিয়ে সামান্য লাভ বিক্রি করছি।’

কথা হয় সিদ্দিকুর রহমান নামে এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, বাজারে সবজির দাম বেশি হলেও আশার কথা হলো পেঁয়াজের দম তুলনামূলক অনেক কমেছে। আশা করছি আরো কমবে। তবে এই মুহূর্তে দরকার বিদেশি পেঁয়াজ আমদানি বন্ধ করা। আর তা না হলে পেঁয়াজের ভরা মৌসুমে দেশি পেঁয়াজ ২০/২৫ টাকায় নেমে আসবে। এতে করে কৃষক ক্ষতিগ্রস্থ হবে।’

কারওয়ান বাজার টপ নিউজ পেঁয়াজের দাম সবজির বাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর