Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাগরিকত্ব আন্দোলন: ভারতে পুলিশের গুলিতে নিহত ৩


২০ ডিসেম্বর ২০১৯ ১০:৩০

নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনে সারা ভারতে বইছে বিক্ষোভ-সমাবেশের ঢেউ। প্রতিবাদে পুলিশ গুলি চালালে কর্ণাটক রাজ্যে ২ জন ও উত্তরপ্রদেশে ১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এদিন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটকের বিভিন্ন এলাকা ও দিল্লি কার্যতর অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। ১০ হাজারের বেশি মানুষ প্রতিবাদ সমাবেশে যোগ দেন।

পুলিশ জানায়, পরিস্থিতি সামাল দিতে তারা গুলি চালায়। এসময় কর্ণাটকের ম্যাঙ্গালুরে ২ জন ও উত্তরপ্রদেশের লক্ষ্নৌতে ১ জনের মৃত্যু হয়। সংঘর্ষে আহত হন ২০ পুলিশ সদস্য।

প্রসঙ্গত, ভারতের নতুন নাগরিকত্ব আইনের ফলে ২০১৪-এর আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিমরা সহজে দেশটির নাগরিক হতে পারবেন। মুসলিমরা দাবি করছেন, মোদি সরকারের এই আইনের ফলে তারা ‘দ্বিতীয় শ্রেণির’ নাগরিকে পরিণত হয়েছে।

আন্দোলন টপ নিউজ নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর