নাগরিকত্ব আন্দোলন: ভারতে পুলিশের গুলিতে নিহত ৩
২০ ডিসেম্বর ২০১৯ ১০:৩০
নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনে সারা ভারতে বইছে বিক্ষোভ-সমাবেশের ঢেউ। প্রতিবাদে পুলিশ গুলি চালালে কর্ণাটক রাজ্যে ২ জন ও উত্তরপ্রদেশে ১ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
এদিন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটকের বিভিন্ন এলাকা ও দিল্লি কার্যতর অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। ১০ হাজারের বেশি মানুষ প্রতিবাদ সমাবেশে যোগ দেন।
পুলিশ জানায়, পরিস্থিতি সামাল দিতে তারা গুলি চালায়। এসময় কর্ণাটকের ম্যাঙ্গালুরে ২ জন ও উত্তরপ্রদেশের লক্ষ্নৌতে ১ জনের মৃত্যু হয়। সংঘর্ষে আহত হন ২০ পুলিশ সদস্য।
প্রসঙ্গত, ভারতের নতুন নাগরিকত্ব আইনের ফলে ২০১৪-এর আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিমরা সহজে দেশটির নাগরিক হতে পারবেন। মুসলিমরা দাবি করছেন, মোদি সরকারের এই আইনের ফলে তারা ‘দ্বিতীয় শ্রেণির’ নাগরিকে পরিণত হয়েছে।