Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চড়ুইভাতির আড়ালে নাশকতার পরিকল্পনা, জামায়াতের ৮৩ কর্মী আটক


২০ ডিসেম্বর ২০১৯ ০২:২২ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ০২:৪১

হিলি (দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ থেকে জামায়াতে ইসলামীর ৮৩ জন কর্মীকে আটক করা হয়েছে। নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, নাশকতার পরিকল্পনা করতে তারা একত্রিত হয়েছিলেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে আফতাবগঞ্জের পিকনিক স্পট স্বপ্নপুরী থেকে তাদের আটক করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেশ কিছু জামায়াত কর্মী নাশকতার পরিকল্পনা করছে— এমন গোপন সংবাদ ছিল পুলিশের কাছে। একত্রিত হওয়ার জন্য তারা চড়ুইভাতি করতে স্বপ্নপুরীতে আসবেন সেই তথ্যও পুলিশ পেয়েছিল। আটক জামায়াত কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াত কর্মী নাশকতার পরিকল্পনা স্বপ্নপুরী