মস্কোতে বন্দুকধারীর হামলা, অন্তত তিন জনের মৃত্যু
১৯ ডিসেম্বর ২০১৯ ২২:১৫ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১১:০৩
রাশিয়ার রাজধানী মস্কো সেন্ট্রালে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সদর দফতরের কাছাকাছি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে এই হামলায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট।
অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, বন্দুকধারীদের তিনজনের একটি দল অটোম্যাটিক বন্দুক থেকে গুলি চালাতে শুরু করে। তাদের মধ্যে একজন নিজেকে ভবনের মধ্যে অবরুদ্ধ করে রেখে পুলিশের সাথে গুলি বিনিময় করতে থাকে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায়, পুলিশ একটি ভবন থেকে বেরিয়ে আসছে এবং তারা নিজেদেরকে একটি যানবাহনের আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করছে।
যদিও, এই হামলার ব্যাপারে কর্তৃপক্ষের বরাতে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। কিন্তু, মস্কোজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।