সেরা সিমেন্ট উৎপাদনকারীর পুরস্কার পেল লাফার্জ হোলসিম
১৯ ডিসেম্বর ২০১৯ ২১:১২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ২১:৩৯
আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ডে সিমেন্ট উৎপাদনকারী ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এই পুরস্কার বিতরণ করেন। তার কাছ থেকে পুরস্কার নেন লাফার্জ হোলসিম বাংলাদেশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ইকবাল চৌধুরী, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া এবং লিগ্যাল ও হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর কাজী মিজানুর রহমান।
বিজয়ী কোম্পানিগুলোকে চিহ্নিত করতে করপোরেট গভর্ন্যান্স, ফিন্যান্সিয়াল ও সেলস পারফরম্যান্স, জাতীয় রাজস্বে অবদান, করপোরেট সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নে কোম্পানিগুলোর কার্যক্রমকে প্রাধান্য দিয়েছে আইসিএমএবি।