Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্যেষ্ঠ ফটোসাংবাদিক কাজল হাজরার বাবা আর নেই


১৯ ডিসেম্বর ২০১৯ ২১:২৪

ঢাকা: দৈনিক সমকালের জ্যেষ্ঠ ফটোসাংবাদিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল হাজরার বাবা সুখলাল হাজারা মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮০) বছর।

সুখলাল হাজরা সমুদয়কাঠি রাধাকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ৯ বছর ওই আশ্রমের সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নিজ বাড়িতে সুখলাল হাজরার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সুখলাল হাজরার মৃত্যুতে গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সমকালের বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জি, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদ, সমুদয়কাঠি রাধাকৃষ্ণ সেবাশ্রমের বর্তমান সভাপতি অরবিন্দু কর, সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব হালদার, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি জাহরুল হক টিটু, স্বরূপকাঠি প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি কাওসার তালুকদারসহ প্রেসক্লাব সদস্যর গভীর শোক প্রকাশ করেছেন।

কাজল হাজরা ফটোসাংবাদিক সমকাল সুখলাল হাজরা