অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার স্বাস্থ্য কর্মকর্তা, অফিস সহকারী
১৯ ডিসেম্বর ২০১৯ ২০:৪২ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ২১:১৭
হিলি (দিনাজপুর): অর্থ আত্মসাতের অভিযোগে দিনাজপুরের নবাবগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.খাইরুল ইসলাম ও অফিস সহকারী সমর কুমারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে আরও দু’জনকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দিনাজপুর জেলা দুদকের সমন্বিত একটি আভিযানিক দল তাদের আটক করে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় দিনাজপুরের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, ২০১৮-১৯ অর্থবছরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে বিভিন্ন খাতের বিপরীতে বরাদ্দ দেওয়া অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পরে এ বিষয়ে তদন্তসাপেক্ষে বিভিন্ন খাতের ৫ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অফিস সহকারীসহ চার জনের বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার) মামলা দায়ের করা হয়েছে। পরে অভিযান চালিয়ে দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বাকি দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান আবু হেনা আশিকুর রহমান।