সিরাজগঞ্জে ব্রিজ দেবে যানচলাচল বন্ধ, ভোগান্তিতে ১১ জেলার মানুষ
১৯ ডিসেম্বর ২০১৯ ২০:১৮ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ০২:০১
সিরাজগঞ্জ: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের ভূইয়াগাঁতি এলাকায় পুরাতন একটি ব্রিজ দেবে যাওয়ায় এই রাস্তা দিয়ে সবধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরাঞ্চলের ১১ জেলার যানবাহনগুলো বিকল্প পথে চলাচল করছে।
নিরাপত্তার কারণ দেখিয়ে বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার পর থেকে রায়গঞ্জে উপজেলার ভূইয়াগাঁতি ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শেষ খবর পাওয়া পর্যন্ত ওই রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে ঢাকা থেকে নওগাঁ, জয়পুরহাট বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়ের উদ্দেশে রওনা দেওয়া মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে উত্তরাঞ্চল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা গাড়িগুলো বিকল্প পথে বগুড়ার ধুনট হয়ে কাজিপুর সড়ক দিয়ে সিরাজগঞ্জ শহরের ভেতর দিয়ে বঙ্গবন্ধু সেতুর মহাসড়কে যুক্ত হচ্ছে। এছাড়া নাটোর হয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক দিয়েও বেশকিছু যানবাহন চলাচল করছে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রমানিক বলেন, ‘নিরাপত্তার কারণে বুধবার সন্ধ্যা ছয়টার পর থেকে ভূইয়াগাঁতি ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি মহাসড়কের যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আমরা আশা করছি, দ্রুত সময়ের মধ্যে বিকল্প সড়কটি নির্মাণ হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ‘৪/৫ দিন আগে ভূইয়াগাঁতি পুরাতন ব্রিজটির পাটাতন ৫/৬ ইঞ্চি দেবে যায়। ওই অবস্থাতেই যানবাহন চলাচল অব্যাহত ছিল। কিন্তু বুধবার ভোরে ব্রিজের একটি ২/৩ ফুট দেবে যায়। ওই অবস্থায় দিনভর ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হলেও সন্ধ্যার পর ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।’
ঢাকা থেকে উত্তরাঞ্চলে চলাচলকারী নাবিল পরিবহনের কাউন্টার মাস্টার রতন বলেন, ‘বুধবার সন্ধ্যা থেকে আমাদের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবার রাতে দুয়েকটি বাস ছাড়তে পারে। তবে সেগুলোও বিকল্প পথ দিয়ে চলাচল করবে।’
এলকাবাসী জানায়, ঢাকা-বগুড়া মহাসড়কের উন্নতিকল্পে ফোরলেনের কাজ শুরু হয়েছে। প্রায় ৭০ বছর আগের পুরাতন ওই ব্রিজের পাশ দিয়ে বাইপাস রাস্তা নির্মাণ না করেই নতুন ব্রিজের নির্মাণ কাজ চলছে। এ অবস্থায় পুরাতন ব্রিজের পাশ থেকে মাটি সরে যাওয়ায় ব্রিজটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। বুধবার দিনভর ঝুঁকি নিয়ে ব্রিজটির ওপর দিয়ে যানবাহন চলাচল করেছে। যে কারণে মহাসড়কের উভয়পাশে দিনভর ছিল যানজট। শত শত যানবাহন আটকে পড়ায় যাত্রীদের নানান ভোগান্তি পোহাতে হয়।
সিরাজগঞ্জ পুলিশ সুপার (বিপিএম) টুটুল চক্রবর্তী বলেন, ‘ক্ষতিগ্রস্থ ব্রিজটি দিয়ে হালকা যানবাহনও চলাচল করতে পারছে না। যে কারণে ঝুঁকি এড়াতে সড়ক বিভাগ ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করতে বলা হচ্ছে। এজন্য বিকল্প সড়কে বাড়তি নিরাপত্তা হিসাবে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে।’
ক্ষতিগ্রস্থ ব্রিজের পাশেই জরুরি ভিত্তিতে বিকল্প সড়ক নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান পুলিশ সুপার।