Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের সম্মেলন উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা


১৯ ডিসেম্বর ২০১৯ ১৯:৩৩

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে ঢাকাসহ সারাদেশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বাস, ট্রেন, লঞ্চযোগে ভোর থেকেই ব্যাপক গণজমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অনুষ্ঠানস্থলে আগতদের যাতায়াত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ।

বিজ্ঞাপন

বিভিন্ন এলাকা হতে আসা গাড়ির পার্কিং
সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন উপলক্ষে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের গাড়ি গাবতলী-টেকনিক্যাল-শ্যামলী-আসাদগেট-ধানমন্ডি ৩২-সাইন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত-ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট হয়ে জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

সদরঘাট, বরিশাল, খুলনা, বৃহত্তর ফরিদপুর হতে আসা গাড়ি জিরোপয়েন্ট হয়ে হাইকোর্ট ক্রসিং দিয়ে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে যাবে।

মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে চট্টগ্রাম, সিলেট বিভাগ হতে আসা গাড়ি নিমতলী ক্রসিং দিয়ে চাঁনখারপুল হয়ে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

বিএনপিসহ বিরোধী দলগুলোকে আ. লীগের সম্মেলনে দাওয়াত

ময়মনসিংহ বিভাগ গাজীপুর, টাঙ্গাইল, আব্দুল্লাহপুর এবং উত্তরা হতে আসা গাড়ি মহাখালী ফ্লাইওভারের নীচ দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে রমনা থানা ক্রসিং-কাকরাইল চার্চ বামে মোড়-রাজমনি হয়ে নাইটিংগেল ডানে মোড় নিয়ে ইউবিএল ক্রসিং দিয়ে জিরোপয়েন্ট হয়ে হাইকোর্ট দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

গাড়ির ধরন অনুযায়ী পার্কিং স্থান
ভিআইপি গাড়ির পার্কিং সোহরাওয়ার্দী উদ্যান। পুলিশের গাড়ি, সাংবাদিকদের গাড়ি ও মোটরসাইকেল রমনা ইউরো আসিয়ানো চাইনিজ রেঁস্তোরান ও রমনা টেনিস কমপ্লেক্স। বড় বাস জিমনেশিয়াম মাঠ ও নীলক্ষেত হয়ে পলাশী (পূর্ব প্রান্ত)। ছোট, বড় গাড়ি মল চত্বর। বড় গাড়ি ভাস্কর্য ক্রসিং হয়ে ভিসির বাংলো। ছোট গাড়ি সুগন্ধা ক্রসিং থেকে বেইলি রোড।

যেখানে থাকবে ডাইভারশন
বাংলামটর ক্রসিং, রূপসী বাংলা ক্রসিং, রাজমনি ক্রসিং, মিন্টু রোড পূর্ব প্রান্ত ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, শাহবাগ ক্রসিং, ইউবিএল ক্রসিং, কাঁটাবন ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং, সাইন্সল্যাব ক্রসিং।

বিজ্ঞাপন

তবে এসব ডাইভারশন প্রয়োজন অনুযায়ী কার্যকর হবে।

যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। সেইসঙ্গে নাগরিকদের যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে সহানুভূতিও প্রকাশ করেছে ডিএমপি।

২০ ও ২১ ডিসেম্বর ২১তম জাতীয় সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর