Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধুলার জন্য লাখ টাকা জরিমানা!


১৯ ডিসেম্বর ২০১৯ ১৬:৫১

চট্টগ্রাম ব্যুরো: ধুলা উড়িয়ে বায়ূ দূষণের দায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি সড়ক সংস্কার প্রকল্পের ঠিকাদারকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। সেইসঙ্গে ধুলা বন্ধে দিনে কমপক্ষে তিনবার পানি ছিটানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক এই আদেশ দেন।

আরাকান সড়ক হিসেবে পরিচিত চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। প্রকল্পের একটি অংশের কাজ করছে মেসার্স আরটি অ্যান্ড ইভি (জেভি) নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান।

পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা সারাবাংলাকে জানান, নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় ফ্লাইওভারের সামনে থেকে কালুরঘাট পর্যন্ত সড়ক সংস্কারের একটি অংশের কাজ করছে চট্টগ্রাম সিটি করপোরেশনের তালিকাভুক্ত মেসার্স আরটি অ্যান্ড ইভি (জেভি) নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। গত ১২ ডিসেম্বর তাদের চলমান কাজ পরিদর্শনে গিয়ে রাস্তা খোঁড়াখুঁড়ির ফলে প্রচণ্ড ধুলা উড়ার প্রমাণ পায় পরিবেশ অধিদফতর। এসময় তাদের ধুলা বন্ধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে পরিবেশ অধিদফতরে হাজির হতে বলা হয়। পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনকেও চিঠি দেওয়া হয়। বৃহস্পতিবার বায়ূ দূষণের অভিযোগের ওপর শুনানির পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে এক লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছে পরিবেশ অধিদফতর। সেইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি দিনে কমপক্ষে তিনবার নিয়মিত বিরতিতে পানি ছিটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সংযুক্তা সারাবাংলাকে বলেন, ‘আমরা যখন পরিদর্শনে যাই, সেখানে যে পরিমাণ ধুলা উড়তে দেখেছি, সেটা পরিমাপেরও অযোগ্য। সহনীয় মানমাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণে ধুলা উড়তে দেখেছি, যা জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য হুমকি। প্রতিষ্ঠানটিকে জরিমানার পাশাপাশি সিটি করপোরেশনকে এ বিষয়ে মনিটরিং করার জন্য চিঠি দেওয়া হয়েছে।’

হাটহাজারীর মদুনাঘাটে চট্টগ্রাম ওয়াসার একটি পানি শোধনাগার প্রকল্প থেকে নগরীতে পাইপলাইন নিয়ে যাবার জন্য ২০১৬ সালে রাস্তাটি খোঁড়াখুঁড়ি শুরু করে ওয়াসা। ওয়াসার কাজের কারণে প্রায় তিন বছর ধরে নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে বহদ্দারহাট পর্যন্ত ৬ দশমিক ৩ কিলোমিটার সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ থাকে।

কাজ শেষে ওয়াসা সড়ক ছেড়ে দেওয়ার পর চলতি বছরের (২০১৯) জুলাই থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন শুরু করেছে সংস্কার কাজ। প্রায় ৭২ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহা থেকে কালুরঘাট পর্যন্ত সড়ককে ১২টি অংশে ভাগ করে ১২জন ঠিকাদারের মাধ্যমে সংস্কার কাজ করছে সিটি করপোরেশন। দণ্ডিত ঠিকাদার প্রতিষ্ঠানটি প্রথম অংশে সংস্কারের দায়িত্ব পেয়েছে।

চট্টগ্রাম টপ নিউজ ধুলা লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর