আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছে না বিএনপি, যেতে পারে গণফোরাম
১৯ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৬ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ২০:৫৪
ঢাকা: আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে বিএনপির চার শীর্ষ নেতা দাওয়াত পেলেও তারা যাচ্ছেন না। তবে জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপির জোটসঙ্গী গণফোরাম যেতে পারে আওয়ামী লীগের সম্মেলনে।
২১তম জাতীয় কাউন্সিলের আগের দিন বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনেতিক কার্যালয়ে গিয়ে দাওয়াতপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
একইভাবে নির্বাচনে আগে গড়ে ওঠা বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদল গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যকেও দাওয়াতপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা।
আরও পড়ুন- বিএনপিসহ বিরোধী দলগুলোকে আ. লীগের সম্মেলনে দাওয়াত
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে বিএনপির যে চার শীর্ষ নেতাকে দেওয়া হয়েছে, তারা হলেন— দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস।
অন্যদিকে গণফোরামের তিন শীর্ষ নেতা— সভাপতি ড. কামাল হোসেন, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াকে সম্মেলনে দাওয়াত দিয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের কাউন্সিলে যাওয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘আমি এইমাত্র জানতে পেরেছি, আমার নামে একটি আমন্ত্রণপত্র আমাদের চেয়ারপারসনের অফিসে পৌঁছে দিয়ে গেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। কিন্তু সেটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। সুতরাং এই মুহূর্তে এটি নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না।’
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার বাইরে ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদদু আহমদ দেশের বাইরে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে যাচ্ছে না বিএনপি।
অবশ্য বিএনপি না গেলেও জোটসঙ্গী গণফোরাম যেতে পারে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে। দলটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘ড. কামাল হোসেনসহ আমাদের তিন জনকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি সম্মেলনে যাওয়ার ব্যাপারে ইতিবাচক। আমি মনে করি রাজনৈতিক শিষ্টাচার মেনে সেখানে যাওয়া উচিত। তবে আজ রাতে ড. কামাল হোসেন দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
জাতীয় ঐক্যফ্রন্টের আরেক শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সারাবাংলাকে বলেন, ‘আমি মাত্র একটি কার্ড পেয়েছি। সুতরাং দলের অন্যদের রেখে আমার মনে হয় যাওয়া হবে না। তাছাড়া আমি কিছুটা অসুস্থও।’
আওয়ামী লীগের সম্মেলন গণফোরাম জাতীয় কাউন্সিল টপ নিউজ দাওয়াত বিএনপি সম্মেলনে আমন্ত্রণ সম্মেলনে দাওয়াত