Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন টিম সাজাবেন নেত্রী নিজেই: ওবায়দুল কাদের


১৯ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৬:০৪

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ কোনো পরিবর্তন আসছে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। তাছাড়া নেত্রী দলের নতুন টিম কিভাবে সাজাবেন তা তিনি নিজেই ঠিক করবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম সম্মেলনের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

সম্মেলনে উপহার দেওয়া হবে মডার্ন, স্মার্ট আ. লীগকে: কাদের

সম্মেলন ঘিরে স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে আসছে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের থাকা না থাকার বিষয়টি। এ প্রসঙ্গে কাদের বলেন, ‘আমাদের নেত্রী আসলে কি চান? কাকে চান? নতুন কাউন্সিল থেকে যে নেতৃত্ব আসবে এই নেতৃত্ব তিনি কোন মডেলে রিকাস্ট করবেন এবং কিভাবে সাজাবেন তিনি নিজেই সেটি ঠিক করবেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এজন্য ২১ তারিখ বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

বিএনপিসহ বিরোধী দলগুলোকে আ. লীগের সম্মেলনে দাওয়াত

দ্বিতীয় মেয়াদে আবারও সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে আপনার নাম শোনা যাচ্ছে সাংবাদিকদের এই প্রশ্নের কাদের বলেন, এটা আল্লাহপাক জানেন, নেত্রী জানেন।

দল আর সরকারকে আলাদা করার কোনো ছাপ এই সম্মেলনে থাকবে কিনা। এমন প্রশ্নে কাদের জবাব দেন দল আর সরকার গুলিয়ে ফেলার কোন বিষয় থাকবে না। আলাদা করা তো কোনো বিষয়ই না। আমাদের সভাপতি তো দলের সভাপতি আবার তিনি প্রধানমন্ত্রী। সেখানে তিনিই অপরিহার্য ব্যক্তি। আমরা অনেকেই অপরিহার্য না, আমাদের বিকল্প আছে। শেখ হাসিনার কোনো বিকল্প এই পার্টিতে এখনো নাই।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর