ময়মনসিংহে ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু
১৯ ডিসেম্বর ২০১৯ ১২:০৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৪:১৫
ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শশার বাজার এলাকায় ট্রাকের চাপায় সিএনজির চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কাকনী ইউনিয়নের অউটধার গ্রামের সিএনজি চালক মো. রুবেল মিয়া (২৮), বাঁশতলা গ্রামের আমিনুল ইসলাম (৩০) ও সায়িম মিয়া (২৯)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে উপজেলার শশার বাজার এলাকায় ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি সিএনজিকে হালুয়াঘাটগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুই যাত্রী মারা যান। নিহতরা সবাই মধ্য বয়স্ক পুরুষ। খবর পেয়ে দ্রুত মৃতদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি জানিয়ে ওসি বলেন, ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।