Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার


১৮ ডিসেম্বর ২০১৯ ২১:৫৪

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ছিনতাইয়ের চার লাখ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বিকাশ এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই, অবৈধ অস্ত্র রাখা, পর্নোগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগে চারটি মামলা রয়েছে।

ডিবি জানায়, সাদিকুরের সঙ্গে থাকা এক নারীকে উদ্ধার করা হয়েছে। সাদিকুর তাকে ভয় দেখিয়ে বিভিন্নভাবে ব্যবহার করে আসছিলেন। তার বিরুদ্ধে কয়েকজন নারীর অশালীন অবস্থায় ভিডিও ধারণ করে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক হারান চন্দ্র তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ৩১ অক্টোবর কালীগঞ্জের পাওখালি এলাকা থেকে স্থানীয় বিকাশ এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই হয়। ওই ছিনতাই চক্রের মাস্টার মাইন্ড ছিলেন সাদিকুর। গত ৩০ নভেম্বর তার দুই সহযোগী সাইফুল ও মামুনুল ইসলাম দ্বীপ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

এসব অভিযোগ ওঠার পরে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় সাদিকুরকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

অবৈধ অস্ত্র গ্রেফতার চাঁদাবাজি ছাত্রলীগ ছিনতাই পর্নোগ্রাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর