দেশে পৌঁছাল প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীনের মরদেহ
১৮ ডিসেম্বর ২০১৯ ১৮:৪৭ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ২২:৫৮
ঢাকা: প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রমের মরদেহ দেশে পৌঁছেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। একথা সারাবাংলাকে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।
তিনি জানান, সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ আনা হয়।
এর আগে, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৩ মিনিটে শেষ নিঃম্বাস ত্যাগ করেন জয়নুল আবেদীন।
আরও পড়ুন:- প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই
চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি গ্রামে বাড়ি জয়নুল আবেদীনের। ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।