যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১৮ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৬ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৮
ঢাকা: মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই আয়োজন করা হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন স্কুলের প্রায় ছয় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৬০ জনকে পুরস্কৃত করে যমুনা ব্যাংক ফাউন্ডেশন এবং একজন প্রতিবন্ধী প্রতিযোগীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান। আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক কানুতোষ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।