দক্ষিণ এশিয়ায় পারমাণবিক সংঘাতের সম্ভাবনা দেখছেন ইমরান
১৮ ডিসেম্বর ২০১৯ ১৫:২৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৯
ভারতের সাম্প্রতিক নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে ভারতকে এক হাত দেখে নেওয়ার পর এখন আবার এই ইস্যুতে দক্ষিণ এশিয়ায় পারমাণবিক সংঘাতের সম্ভাবনা দেখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (১৮ ডিসেম্বর) জেনেভার গ্লোবাল রিফিউজি ফোরামে (জিআরএফ) বক্তব্য রাখার সময় তিনি এই সম্ভাবনার কথা উল্লেখ করেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
ওই ফোরামের বক্তব্যে তিনি আরও বলেন, ভারতে পাস হওয়া নাগরিকত্ব আইনের কারণে দক্ষিণ এশিয়ায় শরনার্থী সমস্যা বাড়বে। এমনকি এই নতুন আইনের কারণে এখানে পারমাণবিক সংঘাতের সম্ভাবনা আরও জোরাল হচ্ছে। জম্মু ও কাশ্মিরের সাংবিধানিক বিশেষ ক্ষমতা বাতিলের জন্য মোদির সরকারের সমালোচনাও করেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার এ ব্যাপারে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ইমরান খানের এ বক্তব্য নির্জলা মিথ্যাচার। ভারত সরকারের বিরুদ্ধে ইমরান খানের উত্থাপিত সকল অভিযোগকে নাকচ করেন ওই মুখপাত্র।
ইমরান খান গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) দক্ষিণ এশিয়া পাকিস্তান পারমাণবিক সংঘাত ভারত