হামলার প্রতিবাদে নুরের বিক্ষোভ, মুক্তিযুদ্ধ মঞ্চের পাল্টা মিছিল
১৮ ডিসেম্বর ২০১৯ ১৫:০৩ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৩
ঢাবি: ভারতের এনআরসির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমাবেশে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।’
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তারা প্রতিবাদ মিছিল বের করলে তাদের বিরুদ্ধে পাল্টা মিছিল বের করে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’। সে সময় তাদের হাতে রড, লাটি-সোটা ও ইট দেখা যায়।
বুধবার বিক্ষোভ সমাবেশে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ‘আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলব। স্বাধীনতার ৪৮ বছরে মুক্তিযুদ্ধের নামে যারা ভণ্ডামি করছে, গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করছে তাদের বিরুদ্ধে কথা বলব। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেন সন্ত্রাসীদের হাতে আর কোনো আবরারকে যেন মৃত্যুবরণ করতে না হয় তার জন্য ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে। স্বৈরাতন্ত্র দেখার জন্য ৩০ লাখ মানুষ শহীদ হয়নি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব।’
বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল হয়ে শহীদ মিনার ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।
নুরুকে বিএনপি-জামায়াতের এজেন্ট হিসেবে অভিযোগ করে তাকে প্রতিহত করতে পাল্টা মিছিল করে মিছিল করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামেম একটি সংগঠন। এর নেতৃত্বে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল মামুন।
তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থী ও বহিরাগতরা যোগ দেন বলে অভিযোগ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের।
দুপুর পৌনে ১টার দিকে তারা রড, হকিস্টিক, লাঠি, ইট বহন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জমায়েত হয়। সেখানে কয়েক মিনিট অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহীম, বদরুজ্জামান ভূঁইয়া প্রক্টর সীমা ইসলাম তাদেরকে লাঠি সোটা ফেলে দেওয়ার অনুরোধ করেন। সহকারী প্রক্টর আবদুর রহীম তাদের কাছ থেকে কিছু লাঠি নিয়ে নেন। এরপরেও লাঠি রড নিয়ে তারা মিছিল বের করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হলের পাশ দিয়ে মধুতে যায়। মিছিলে তারা নুরুকে জামায়াত-শিবিরের এজেন্ট অভিযোগ তুলে স্লোগান দেয়।
সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, ‘দুই পক্ষকেই আইনি প্রক্রিয়ায় নেওয়ার জন্য সহকারী প্রক্টর উপস্থিত ছিল। যার জন্য পরিস্থিতি এড়ানো গেছে।‘