গণপূর্তের মুমিতুর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
১৮ ডিসেম্বর ২০১৯ ১৩:১১
ঢাকা: অবৈধ সম্পদের অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে দুদকের উপপপরিচালক সালাহউদ্দিন আহমেদ দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানা গেছে।
মামলার এজাহারে বলা হয়, মুমিতুর দম্পতির বিরুদ্ধে ৫ কোটি ১১ লাখ ৯১ হাজার ৬৫০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে। মুমিতুর সরকারি কর্মকর্তা হলেও গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তি ও ঠিকাদারদের কাছে গোলাম কিবরিয়া শামীমের (জি কে শামীম) ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন। দুদকের জিজ্ঞাসাবাদে জি কে শামীমের মুখে মুমিতুরের নাম বেরিয়ে আসে।