এফ আর টাওয়ারে আগুন: রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীর জামিন
১৮ ডিসেম্বর ২০১৯ ১৩:২১
ঢাকা: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনায় করা মামলায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৮ ডিসেম্বর) এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন।
তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান ও আসামিপক্ষে ছিলেন মো. কামরুল ইসলাম।
এই মামলায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমানকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে গত ৩ ডিসেম্বর ১০ দিনের রুল জারি করেন হাইকোর্ট।
কুধবার আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, আদালত গত ৩ ডিসেম্বর রুল জারি করেছিলেন। আজ তার নিষ্পত্তি করে মো. সাইদুর রহমানকে জামিন দিয়েছেন। তবে এ জামিনাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে।
গত ২৫ নভেম্বর ওই প্রকৌশলীকে বিচারিক আদালতে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে গত ২৮ নভেম্বর মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। এরপর তিনি হাইকোর্ট জামিন আবেদন করেন।
মামলার বিবরণে লেখা হয়েছে, ‘আসামিগণ অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বিধিবিধান লঙ্ঘন করে, ৩২ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকায় ভবন নির্মাণে ১৫ তলার স্থলে ১৮ তলা ভবনের নকশা অনুমোদন ও ডেভিয়েশনসহ ১৮ তলা এফ আর টাওয়ার নির্মাণ করে। এ কারণে দুদকের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিক পাঁচজনকে আসামি করে গত ২৫ জুন, সজেকা, ঢাকা -১ দুদক মামলা নং ২ দায়ের করেন। মামলাটির অভিযোগপত্র প্রস্তুত হয়ে গেছে, যে কোনো সময় তা আদালতে দাখিল করা হবে।’
উল্লেখ্য এফ আর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন মারা যান ও ৭৩ জন পঙ্গুত্ববরণ করেন।
এই মামলায় অন্য আসামিরা হলেন ইজারা গ্রহিতা সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুক, রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেড এর চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন খাদেম ও রাজউকের সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ।